দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা
- আপডেট সময় : ০১:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ভারতের পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের খবরে দেশে হু হু করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। মাত্র দুইদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।
রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। যা গতকাল ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এ সুযোগে বাড়ানো হয়েছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগেও ছিল ৮০ টাকা। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। শনিবার ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। রোববার সকালে বেড়ে ৫৩ থেকে ৫৫ টাকা এবং সন্ধ্যা নাগাদ আরও বেড়ে ৫৬ থেকে ৫৮ টাকা ওঠে পেঁয়াজের কেজি। আজ সকালেও একই দামে বিক্রি করতে দেখা গেছে। দাম আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ক্রেতারা বলছেন, ভারতের ৪০ শতাংশ শুল্কসহ এলসি করা পেঁয়াজ দেশে আসার আগেই ব্যবসায়িরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।