গালি দিয়ে টিকটক, দুই কিশোর আটক

- আপডেট সময় : ০৭:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
স্কুলের শিক্ষার্থীদের গালি দিয়ে করা টিকটক ভিডিও ছড়িয়ে দেয়ায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ৷
কুমিল্লার মুরাদনগর উপজেলার স্কুল শিক্ষার্থীদের গালি দিয়ে এ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছিল৷ এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২০ আগস্ট) দুপুরে তাদের মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।
বুধবার (১৬ আগস্ট) মুরাদনগর উপজেলার গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দাড়িয়ে থাকা নারী শিক্ষার্থীদের উদ্দেশে অশ্লীল গালাগালি করে টিকটক ভিডিও করে একদল যুবক। ফেসবুকেও ভিডিওটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী টিকটকারদের আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
কুমিল্লা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে টিকটকারদের আটক করে তাদের মুরাদনগর থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে দুইটি মুঠোফোন জব্দ করার পাশাপাশি তাদের টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।
আটক দুই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের দুইজনের বয়স ১৪ বছর ও ১৭ বছর।
ডয়চে ভেলের