বিচারপতিরা রাজনীতিবিদদের মতো আচরণ করছে : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
- আপডেট সময় : ০৮:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিচারপতিরা রাজনীতিবিদদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, বর্তমান সরকারের আমলে বিচারকরা প্রহসনের বিচার করছেন। সর্বোচ্চ আদালতের বিচারকদের পদত্যাগ চেয়ে এমন বিক্ষোভ সমাবেশকে আদালত অবমাননা বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সম্প্রতি দুই বিচারপতি নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ হিসেবে ঘোষণা করেছেন– এমন অভিযোগ এনে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিক্ষোভে বক্তারা দাবি করেন, দুই বিচারপতি শাসক দলের নেতাদের মতো রাজনৈতিক বক্তব্য দিয়ে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
তবে, দেশের সর্বোচ্চ আদালতের বিচারকের পদত্যাগ দাবি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালত অবমাননা করেছে বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এদিকে, একই ইস্যুতে নিম্ন আদালত প্রাঙ্গণে পাল্টা-পাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিপন্থি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।