দুই বছরেই ব্যবহার অনুপোযোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবন
- আপডেট সময় : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৯৮২ বার পড়া হয়েছে
হস্তান্তরের দুই বছর না যেতেই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবন। খসে পড়ছে টাইলস, নষ্ট হয়ে গেছে ফিটিংস, বিদ্যুৎ ব্যবস্থাসহ নানা উপকরণ। ক্ষতিগ্রস্ত দামী দামী যন্ত্রপাতি। ফলে পুর্ণাঙ্গ চালু করা সম্ভব হচ্ছে না ভবনটি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি জানানো হলেও, গণপূর্ত বিভাগ কোন পদক্ষেপ নিচ্ছে না।
৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সদর হাসপাতালের একপাশে নির্মাণ করা হয় ৬ তলা বিশিষ্ট ১৫০ শয্যার নতুন ভবন। ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম এই ভবন উদ্ধোধন করেন। তখন চুয়াডাঙ্গার মানুষ আশান্বিত হয়েছিল। কিস্তু সেই আশায় এখন গুড়ে বালি।
২০২১ সালে করোনাকালীন সময়ে অতিরিক্ত রোগীর চাপে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে হাসপাতাল ভবন বুঝে নেয়া হয়। খোলা হয় করোনা ইউনিট। পুরাতন ভবনে শয্যা সংকুলন না হওয়ার নতুন ভবনে জরুরী বিভাগ এবং মেডিসিন বিভাগ চালু করা হয়। তবে ভবন হস্তান্তরের দুই বছর না যেতেই খসে পড়েছে টাইলস। ভেঙে পড়েছে জানালার কাঁচ। অকেজো বিদ্যুৎ লাইন, নষ্ট এসি, বাথরুম ফিটিংস। এতে ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে দাবি স্থানীয়দের।
বর্তমানে ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। প্যাথলজি বিভাগের দামী দামী মেশিনপত্র পড়ে রয়েছে। ভবনের সমস্যা জানিয়ে গণপূর্ত বিভাগকে চিঠি দেয়া হয়েছে বলে জানালেন আবাসিক অফিসার। দ্রুত সমস্যা সমাধান করে হাসপাতালের নতুন ভবন ব্যবহার উপযোগী করা হবে–এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর।