অধিক মুনাফার প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
অধিক মুনাফার প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রতারক চক্রের টার্গেট সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এসব লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রতারকদের খপ্পরে না পড়ার পরামর্শ তাদের।
রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে এবায়েদ উল্লাহ সুমন ও একেএম জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের একজন বিমার কোম্পানীতেআর অন্য জন সমাজ সেবা অধিদপ্তরে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এখন অবসরে এসে জড়িয়ে পড়েছেন প্রতারক চক্রের সঙ্গে। তারাই অবসরে যাওয়া অন্য কর্মকর্তাদের টার্গেট করতেন। রমনা থানার মামলা তদন্তে এ সব প্রতারণার অভিনব তথ্য উঠে আসে। ভুক্তভোগীরা বলছেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখে চারকরীর সন্ধানে আসছেন তারা।
গোয়েন্দাদের হাতে গ্রেফতারের পর প্রতারণার বিষয়ে মুখ খোলেন আসামীরা।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, রাজধানীর উত্তরা,মিরপুর,মোহাম্মদপুর,শ্যামলী,মালিবাগ মতিঝিল ও পল্টন এলাকায় অফিস দিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
অবসরে এসে তারা এখন প্রতারণায় জড়িয়ে পড়েছেন বলেও জানায় গোয়েন্দারা।
এসব জালিয়াত চক্রের ফাঁদে পা না দিয়ে বরং এদের বিষয়ে আইন শৃঙ্খলাবাহিনীকে তথ্য দেয়ার পরামর্শ দেন গোয়েন্দারা।