শিক্ষক গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত তিনজন গ্রেফতার
- আপডেট সময় : ১০:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
সাভারে বহুল আলোচিত শিক্ষক গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে রেব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটের সাড়ে ৬ লাখ টাকার মধ্যে ৫ লক্ষাধিক টাকা। দুপুরে কাওরানবাজার মিডিয়া সেন্টারে এ তথ্য জানান রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন। নিছক অর্থ লুটের উদ্দেশ্যে এ হত্যাকান্ড, নাকি এর পেছনে অন্য কোন মোটিভ রয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
সাভারে শিক্ষকতার পাশাপাশি গোলাম কিবরিয়া করতেন জায়গা-জমি কেনাবেচার ব্যবসা। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী গোলাম কিবরিয়া অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই অবসর গ্রহণ করেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এরপর প্রাইভেট পড়ানো এবং জায়গা-জমির ব্যবসার পেছনেই সময় কাটতো তার।
প্রতিদিন সকাল ১০টায় ঘুম থেকে উঠলেও ২০ আগষ্ট নির্ধারিত সময়ের পরেও রুম থেকে বের না হওয়ায় বাসার লোকজন ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঢুকে হাত-পা বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো তার নিথর দেহ দেখতে পায়। তার রুমের পেছনের দরজাটি ছিল খোলা এবং আলমারি ছিল খালি।
সে সময় মরদেহের পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল সমকামিতার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি চাঞ্চল্যে সৃষ্টি করায় হত্যাকারীদের খুঁজতে মাঠে নামে একাধিক আইন-শৃঙ্খলা বাহিনী।
তিন জেলা থেকে রেব গ্রেফতার করে ৩ হত্যাকারীকে। হত্যার মূল পরিকল্পনাকারী ইমনসহ সবাই আগে থেকেই পরিচিত ছিল নিহত গোলাম কিবরিয়ার। প্রাথমিক জিজ্ঞাসায় হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে অর্থ লুটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড বলে জানায় তারা।
তাহলে কেন এই চিরকুটের অবতারণা, তারও ব্যাখ্যা দেন রেবের পরিচালক।
রেব আরো জানায়, আসামীরা মাদকাসক্ত। এলাকায় তাদের বহু কুখ্যাতি রয়েছে। মূল হোতার বিরুদ্ধে রয়েছে একাধিক ডাকাতির মামলা।