এশিয়ান জুনিয়র স্কোয়াশের অনূর্ধ্ব-১৩ চ্যাম্পিয়ন দেশে ফিরে পেলেন সংবর্ধনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৭০৯ বার পড়া হয়েছে
চীনে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র স্কোয়াশের প্লেট ইভেন্টে অনূর্ধ্ব-১৩ বছরের শ্রেণিতে চ্যাম্পিয়ন আরাফাত মোল্লা দেশে ফিরে পেলেন বিপুল সংবর্ধনা। শাহজালাল বিমানবন্দরে আরাফাতকে অভ্যর্থনা জানান স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তারা।
চীনে অনুষ্ঠিত প্লেট ইভেন্টের ফাইনালে হংকংয়ের প্রতিযোগীকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জেতেন আরাফাত। টুর্নামেন্টে বাজিমাত করে দেশে ফিরে আরাফাত জানান স্কোয়াশকে নিয়ে আরও এগিয়ে যেতে যান তিনি। অন্যদিকে, আরাফাতের এই অর্জন দেশে স্কোয়াশের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস ফেডারেশনের সাধারণ সম্পাদকের। এর আগে, প্রতিযোগিতায় অংশ নিতে ১৩ আগস্ট ঢাকা ছাড়ে সাইমুন ইসলাম, আরাফাত মোল্যা, আমিনুল ইসলাম ও পারভেজ করিমকে নিয়ে গড়া চার সদস্যের বাংলাদেশ দল। আসরে এশিয়ার ১৬ দেশ থেকে অংশ নেয় ২২৬ খেলোয়াড়।