চট্টগ্রামের সীতাকুন্ডের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে রেব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুন্ডের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে রেব। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ ২জনকে গ্রেফতার করা হয়।
গতরাতে সীতাকুণ্ডের পাথরিঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়। রেব জানায়, গাথরিঘোনায় দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরী করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় রেবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পড়ে গতকাল গভীর রাতে বিশেষ সতর্কতা অবলম্বন করে অভিযান চলে। এসময় একটি টিনের ঘর থেকে অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামসহ অস্ত্র তৈরী কারখানার হোতা জাহাঙ্গীর আলম ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। রেব জানায়, দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরী করে ডাকাতদল ও সন্ত্রাসীদের কাছে বিক্রি করতো চক্রটি।