পাউবোর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশ
- আপডেট সময় : ০৪:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কাজে অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটির বৈঠকে পাউবোর গত ১০ বছরের কার্যক্রম নিয়ে আলোচনা শেষে সংস্থাটির দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংশ্লিষ্ট সংসদীয় কমিটির বৈঠকে গত ১০ বছরের ১৫৩টি নিরীক্ষা আপত্তি উত্থাপন করা হয়। যার মধ্যে ২১টি আপত্তি নিয়ে সংসদীয় কমিটির মধ্যে আলোচনা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়, নিরীক্ষা অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের ত্রিপক্ষীয় কমিটি করে অবশিষ্ট আপত্তির নিষ্পত্তি করতে বলা হয়েছে।
নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনার বাইরেও পাউবোর বিভিন্ন চলমান প্রকল্পের ধীরগতি নিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করে। বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ জানান, নিরীক্ষা আপত্তি ও কিছু অনিয়ম কমিটির দৃষ্টিতে আসে। তাই ভবিষ্যতে যেন কোন অনিয়ম না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বিভিন্ন প্রকল্পে দীর্ঘসূত্রিতা কাটাতে সমন্বয়হীনতা দূর করার উদ্দেশে একাধিক সংস্থার পরিবর্তে একটি সংস্থার মাধ্যমে কাজ করা যায় কিনা তা পর্যালোচনার কথা বলেছে কমিটি।
খাল খনন, বাঁধ নির্মাণ ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা রোধে টেকসই প্রযুক্তির ব্যবহার ও পরিবেশ বান্ধব ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় কমিটির সভায়।
সংসদীয় কমিটির সভাপতি আসম ফিরোজ ছাড়া কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মাহবুব উল আলম হানিফ ও নাহিদ ইজাহার বৈঠকে উপস্থিত ছিলেন।
ডয়চে ভেলে