৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করতে টাঙ্গাইলের এক সহকারী শিক্ষককে নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক
- আপডেট সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করতে টাঙ্গাইলের গোপালপুরের এক সহকারী শিক্ষককে নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষক বলছেন, দুনীতির দায় এড়াতে তাকে হয়রানি করা হচ্ছে। স্থানীয় শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এমন নোটিশ কোন প্রধান শিক্ষক দিতে পারেন না। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
নোটিশ পাওয়া রনি প্রতাপ উপজেলার সাজানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২৬ জুলাই নোটিশটি দেয়া হয়। নোটিশে বলা হয়, বিদ্যালয়ের অভিভাবকরা অবিবাহিত শিক্ষক নিয়ে প্রশ্ন তুলতে পারেন। বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিয়ে করে বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। নইলে তাকে চাকরি হারাতে হবে বলেও জানানো হয় রনি প্রতাপকে। নোটিশের চারদিন পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার কাছে লিখিত অভিযোগে রনি প্রতাপ জানান, বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সই জাল করে স্কুলের বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সরকারি তদন্তে যাতে তিনি যেন সাক্ষ্য না দেন, সে জন্যই তাকে হয়রানি করা হচ্ছে। ঘটনাটি খুবই লজ্জাজনক জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, এভাবে নোটিশ করার এখতিয়ার কোনো প্রধান শিক্ষকের নেই।