অর্থনৈতিক করিডোর ব্যবহার করে ২৫ বছরে কর্মসংস্থান হবে ৭ কোটি
- আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
অর্থনৈতিক করিডোরের ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে পারলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ৭ কোটি ১৮ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়ে এডিবি দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে ‘পিছিয়ে থাকা অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আঞ্চলিক সম্পর্ক বাড়িয়ে প্রতিবেশী দেশ ও বিশ্বের সাথে উদার মনে বাণিজ্য করতে চায় সরকার।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইকোনমিক করিডোর ডেভেলপমেন্ট হাইলাইটস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
এডিবির পক্ষ থেকে দেশের দৈর্ঘ্য ও প্রস্থজুড়ে অভিন্ন, সামগ্রিক এবং টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ ইকোনমিক করিডোরকে খুলনা থেকে সিলেট বিভাগ পর্যন্ত নিয়ে যাওয়ার ধারণা দেয়া হয়।
মূল প্রবন্ধে এডিবি জানায়, অর্থনৈতিক করিডোরের সুযোগ কাজে লাগানো গেলে, ২০৫০ সালে বাংলাদেশের ৭ কোটি ১৮ লাখ কর্মসংস্থান হবে। বাণিজ্যে সুবিধা বাড়বে ২৮৬ বিলিয়ন ডলার। আর যদি করিডোর সুবিধা ব্যবহার করা না হয়, তবে ২০৫০ সালে কর্মসংস্থান হবে ৩ কোটি ১১ লাখ।
করিডোর বাস্তবতায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার তাগিদ দেন এডিব কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবন্ধকতা দূর করে উদারভাবে বাণিজ্য করতে প্রস্তুত সরকার।
তিনি বলেন, ঢাকাকে বাইপাস করে পদ্মা ও যমুনা সেতুকে করিডোর হিসেবে ব্যবহার করা গেলে, পণ্য পরিবহন দ্রুত সম্ভব হবে।
মানুষের উপার্জনের জন্য সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা দরকার আর সেজন্য শেখ হাসিনাকে আবারও সুযোগ দেয়ার আহ্বান জানান এম এ মান্নান।