মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে লায়লা আক্তার লিমু নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে খোকন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ফায়জুন্নেসা এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ আগস্ট বিকেল বাড়ৈখালী বাজারে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর ৩১ আগস্ট বাড়ৈখালী বাজারের পাশে ইছামতি নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।এরই মধ্যে বাড়ৈইখালী বাজারের দর্জি খোকনের দোকানে রক্তের গন্ধ পেয়ে স্থানীয়রা বিষয়টি নিহতের পরিবারকে জানালে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খোকনকে আটক করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খোকনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করেন। পরে খোকন আদালতে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
হবিগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. আজিজুল হক এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে কোরবানির ঈদে চামড়া ব্যবসার লভ্যাংশসহ আসল টাকা বিনিয়োগকারী আব্দুল হাইকে একসঙ্গে ফেরত দিবেন। তবে বেশ কয়েকদিন অতিবাহিত হলেও টাকা দিতে টালবাহানা করতে থাকেন। এ সময় আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুল ছফি ২ জুন মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
নাটোরের লালপুরের একটি ধর্ষণ চেষ্টা মামলায় আঃ রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান ও মামলার সূত্রে জানা যায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। দীঘ ১৬ বছর পর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে অভিযুক্তদের অনুপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবেন বলে রায়ে উল্লেখ করা হয়।