ইয়াসমিন ট্র্যাজেডি দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ
- আপডেট সময় : ০৫:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
ইয়াসমিন ট্র্যাজেডি দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। ১৯৯৫ সালের এদিনে দিনাজপুরে কিছু বিপথগামী পুলিশের হাতে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এ সময় সাতজন নিহত হন। এরপর থেকেই সারাদেশে এ দিনটি ‘ইয়াসমিন ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
কিশোরী ইয়াসমিন ১৯৯৫ সালের ২৪ আগস্ট মাকে দেখার জন্য ঢাকা থেকে দিনাজপুরের বাড়ি ফিরছিল। এ সময় দিনাজপুরের কোচে উঠতে না পেরে সে পঞ্চগড়গামী একটি কোচে ওঠায়– কোচের লোকজন তাকে দিনাজপুরের দশমাইলে নামিয়ে দিয়ে সেখানকার এক চা দোকানির জিম্মায় দেয়। পরে নিরাপদ ও রক্ষক ভেবে ইয়াসমিনকে দিনাজপুর শহরে মায়ের কাছে পৌঁছে দেয়ার জন্য ভোরে পুলিশের হাতে তুলে দেয় দশমাইলের লোকজন। তবে পথে দশমাইলের অদূরে সাধনা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে পুলিশ। পরে ইয়াসমিনের মরদেহ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে সদর উপজেলার ব্র্যাক অফিসের পাশে রাস্তায় ফেলে চলে যায় পুলিশ। পুলিশের এই পৈশাচিক ঘটনা জানাজানি হলে প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। পরে রংপুর বিশেষ আদালতে ১৯৯৭ সালে ইয়াসমিন হত্যা মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় এএসআই ময়নুল ইসলাম, পুলিশ কনস্টেবল আব্দুস সাত্তার ও পিকআপ ড্রাইভার অমৃত লাল বর্মণের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। ২০০৪ সালে রংপুর কারাগারে তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর হয়।