২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ছাড় দিলে, দেশের মানুষ নিগৃহীত হবে : মতিয়া চৌধুরী
- আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ছাড় দিলে, দেশের মানুষ নিগৃহীত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস আর জঙ্গিবাদের রাজনীতি করে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
২১ আগস্ট বোমা হামলায় নিহত আইভী রহমানের স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি।
দেশের মানুষকে বিভ্রান্ত করতে বিএনপির নেতারা জঘন্য মিথ্যাচার করে যাচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আর প্রধান অতিথি সভাপতিমন্ডলীর সদস্যও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, গ্রেনেড হামলাকারীদের বিষয়ে ভবিষ্যতে আরও শক্ত সিদ্ধান্ত নিয়েই এগোতে হবে
বিএফডিসিতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভায় যোগ দেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বিএনপির সাথে শুধু দেশের সাধারণ জনগণ নয়, এখন বিদেশিরাও নেই বলে দাবি করেন তিনি।
বিএনপি এখন নেতাকর্মীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।