তত্ত্বাবধায়ক সরকার কিংবা প্রধানমন্ত্রীর পদ’ত্যাগ নিয়ে জাতিসংঘের কোনো মতামত নেই : কাদের
- আপডেট সময় : ১০:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে জাতিসংঘের কোনো মতামত নেই। বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠক শেষে এসব জানান ওবায়দুল কাদের।তিনি বলে, বড় দল বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক–তা আওয়ামীলীগ চায়।।
রাজধানীর গুলশানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের বাসায় তার সঙ্গে বৈঠক করেন, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছয় সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধি দল ।
দেড় ঘন্টা স্থায়ী বৈঠকের পর আওয়ামী লীগ সাধারন সম্পাদক জানান, আগামী জাতীয় নির্বাচন সুষ্টু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেখতে চায় জাতিসংঘ।
নির্বাচনে বড় দল হিসেবে বিএনপির অংশগ্রহণ চায় আওয়ামী লীগ বলে জানান তিনি।
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলে তা দেশে ও বিদেশে প্রশংসা কুড়াবে বলেও জানান ওবায়দুল কাদের।