জেল-জরিমানা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় : বাণিজ্য সচিব
- আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
জেল-জরিমানা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন, সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, বাজার ব্যবস্থায় নজরদারি বাড়ালে সুফল মিলবে। সকালে, এফডিসিতে ভোক্তা-অধিকার নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন বাণিজ্য সচিব। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ– অভিযান পরিচালনাকারী নিষ্ঠাবান ও সৎ কর্মকর্তাদের সরকারিভাবে স্বীকৃতি দেবার আহ্বান জানান।
ভোক্তার অধিকার নিশ্চিতে করনে প্রতিনিয়ত বাজার মিনিটরিং করছে রষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরও বাজার স্থিতিশীল হচ্ছে না। চিনি,ভোজ্যতেল, ডিম, বয়লার মুরগীসহ বেশ কিছু পন্যের বাজারে বিরাজ করছে অস্থিতিশীলতা।
এমন বাস্তবতায় রাজধানীর এফডিসিতে ভোক্তা-অধিকার নিশ্চিতকরনে প্রাতিষ্ঠানিক ব্যবস্থপনার সুফল নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও তেজগাঁও কলেজের বিতার্কিকরা।
সভাপতি বক্তব্যে ,ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান তুলে ধরেন অভিযানে অংশ নেয়া সৎ নিষ্ঠাবান কর্মর্তাদের কথা। দাবি জানান তাদের সরকারি স্বীকৃতির।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক বিপনন ব্যবস্থায় ত্রুটির কথা তুলে ধরেন।
প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, জেল জরিমানা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। ব
ছায়া সংসদ বিতর্কে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তেজগাঁও কলেজের বির্তাকিকরা। অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।