জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পেতে চায় : ড.আবদুল মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পেতে চায় বলে দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান।
দুপুরের জাতীয় প্রেসক্লাবে, গণতন্ত্র পুনরুদ্ধারে ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে মানুষ হত্যা করেছিল, তারাই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়েছে। মানুষের কল্যাণে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবি জানান তিনি। মঈন খান বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দেশে, বিদেশে সবার কাছেই স্পষ্ট তারাই গণতন্ত্র ধ্বংস করেছে। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় জানিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলে জানান ড. মঈন খান।