দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা হারিয়েছে সরকার: ড. মঈন
- আপডেট সময় : ০৭:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, শুধু দেশে নয়, বিদেশেও গ্রহণযোগ্যতা হারিয়েছে সরকার। আর দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগের সাথে জনগণ নেই বলেই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভয় পায়। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির আন্দোলনে লোক সমাগম দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবে, গণতন্ত্র পুনরুদ্ধারে ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কন্ঠ বাংলাদেশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, দুঃশাসনের কারনে সরকার দেশে -বিদেশে গ্রহণযোগ্যতা হারিয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা বলেন, জনগনের প্রতি আস্থা না থাকায় সরকার রেব-পুলিশের শক্তি দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়।
গুলশানের একটি হোটলে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।