পুরো অঞ্চলের মানুষের সমৃদ্ধি আনতে ১৯৪৭ সালের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত : প্রণয় ভার্মা
- আপডেট সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
শুধু ভারত নয়, পুরো অঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক সমৃদ্ধি আনতে ১৯৪৭ সালের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত। আর এই কাজে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা।
দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘চট্টগ্রামের উন্নয়ন ও কানেক্টিভিটি, সম্ভাবনা ও চ্যালেন্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, কানেক্টিভিটির দুর্বলতার কারণে ব্যাপকভাবে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে পারছে না ভারত। তবে বিষয়টি নিয়ে দুই দেশই ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। সেমিনারের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন শুধু আঞ্চলিক বা বাংলাদেশ নয়, বরং ভারতসহ বঙ্গোপসাগর অঞ্চলের সংলগ্ন অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করবে। চট্টগ্রামকে ঘিরে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পুরো দেশে মাল্টি মডেল কানেকটিভিটি তৈরি হবে বলে জানান তিনি।