শ্রীলংকায় এশিয়া কাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
- আপডেট সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৭৩০ বার পড়া হয়েছে
এশিয়া কাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি শাহাজালাল বিমানবন্দর ছেড়ে যায়। দলগতভাবে ভাল খেলে চ্যাম্পিয়ন হওয়াই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহম্মেদ। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
আরো একটি স্বপ্ন পূরণের লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। সে লক্ষ্যেই দেশ ছেড়েছে টাইগাররা। রোববার টাইগারদের বহনকারী বিমানটি শ্রীলংকার উদ্দেশ্যে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।
স্কোয়াডের সব খেলোয়াড় গেলেও অসুস্থতার কারণে দলের সাথে যাননি লিটন দাস।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহম্মেদ। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে এই টাইগার পেসার দেশবাসীর দোয়া চেয়েছেন।৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। আর গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট।