বাজারে ডাবের পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না দাম

- আপডেট সময় : ০৫:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৮০৫ বার পড়া হয়েছে
বাজারে সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, তবুও আগের সব রেকর্ড ভেঙ্গেছে ডাবের দাম। একপিস ডাব বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকার উপরে। রোগী ছাড়া সাধারন মানুষের খাবার তালিকায় আর ডাব নেই। অসাধূ ব্যবসায়ীরাই বাড়াচ্ছে দাম। এমন অভিযোগ ক্রতাদের।
ডেঙ্গু রোগীদের ডাব খেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর গেল সপ্তাহ কেটেছে তীব্র গরমে। তাতেই চাহিদা বেড়েছে ডাবের। সেই চাহিদাকে পুঁজি করেই দামের রেকর্ড ভেঙেছে। ৫০ থেকে ৭০ টাকা পিসের একটি ডাব এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারের দুই থেকে তিনগুণ লাভে ডাব বিক্রি করছে বিক্রেতারা।
ডাবের দাম নিয়ে সব শ্রেণীর মানুষেরই অভিযোগ।বগুড়ায় ডাবের উৎপাদন কম হলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে প্রতিদিন ডাব আসায় বাজারে সরবরাহে কোন ঘাটতি নেই।
ডাবের বাজারে অভিযান অব্যাহত থাকবে জানালেন ভোক্তা অধিকারীর কর্মকর্তা।
বিক্রেতাদের মতে, বগুড়ায় প্রতিদিন ২০ হাজারেরও বেশি ডাব বিক্রি হচ্ছে।