একযুগ ধরে বন্ধ কিশোরগঞ্জের ৫টি রেলস্টেশনে সেবা মিলছে না
- আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলায় ১২টি রেলস্টেশনের মধ্যে ৫টি বন্ধ রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে। ফলে দীর্ঘদিন ধরে এসব স্টেশন থেকে রেলসেবা বঞ্চিত স্থানীয়রা। অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ। ইতিমধ্যে চুরি হয়ে গেছে বহু মূল্যবান জিনিসপত্র। স্টেশনের ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়।
স্টেশনে না থেমেই চলে যাচ্ছে ট্রেন। এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত এমন দৃশ্যের দেখা মিলছে কিশোরগঞ্জের যশোদলপুর রেল স্টেশনে। বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ির পাশের নীলগঞ্জ রেল স্টেশনসহ এ জেলার ছয়সূতি, কালিকাপ্রসাদ ও হালিমপুর রেলস্টেশনে এমন দৃশ্য নিত্যদিনের। এ পাঁচ রেল স্টেশনে ট্রেন না থামাতে দীর্ঘদিন সেবা বঞ্চিত স্থানীয়রা।
কিছুদিন আগে রেল কতৃপক্ষ দু-একটি স্টেশন সংস্কারের উদ্যোগ গ্রহণ করলেও থেমে যায় মাঝ পথে। বাকি স্টেশনগুলোর ভবন অনেকটা জরাজীর্ণ। বন্ধ হয়ে পড়ে থাকা এসব রেল স্টেশন সংস্কার করে কবে নাগাদ যাত্রীসেবা চালু হবে, এমন তথ্য নেই কিশোরগঞ্জ স্টেশন মাস্টারের কাছে।
এই রুটে ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্ধুর প্রভাতী-গোধূলি, কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস এবং দুটি লোকাল ও একটি মেইল ট্রেন চলাচল করে নিয়মিত।