তারেকের বক্তব্য সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
- আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে হাইকোর্টে। রিটপক্ষ ও বিবাদী আইনজীবীদের হট্টগোলে বিচারকরা এজলাস ত্যাগে বাধ্য হন। সাড়ে তিন ঘন্টা পর বিচারকক্ষে ফেরেন তারা। এর আগে আদালতে দেয়া আজকের আদেশ মানতে বিটিআরসিকে নির্দেশ দেন বিচারকদের সমন্বিত বেঞ্চ।
সকাল সাড়ে ১০টায় বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বসেন আবেদনের শুনানিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে আদেশ দিয়ে রিট আবেদন মঞ্জুর করা হয়।
এসময় আদালতে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা এ নিয়ে আপত্তি জানান। পরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের তর্ক, হইচই ও হট্টগোলের মধ্যে একপর্যায়ে এজলাস ত্যাগ করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দুই বিচারপতি।
পরে এ নিয়ে এজলাসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা।
দুই পক্ষে তুমুল হট্টগোলের মধ্যে দুই বিচারপতি এজলাস ছেড়ে যান। হইচইয়ের মধ্যে একপর্যায়ে আদালত জানায়, আদেশে সংক্ষুব্ধ হলে আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে।
বেলা দুইটা ৩৫ মিনিটের দিকে প্রায় সাড়ে তিনঘন্টা পর আবার এজলাসে আসেন দুই বিচারপতি। আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।