শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সকল ধাপ্পাবাজি কর্পূরের মতো উবে যাবে : মঈন খান
- আপডেট সময় : ০৭:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সকল ধাপ্পাবাজি কর্পূরের মতো উবে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের উপরে মানুষের আস্থা নেই। একারণে তারা এখন নানা গুজব ছড়াচ্ছে। আদালতকে ব্যবহার করে সরকার– বিরোধী দলের কন্ঠরোধ করতে চায় বলেও অভিযোগ করেন ড. মঈন খান।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর।
আলোচনায় বক্তারা বলেন, এই সরকারের জুলুম নির্যাতন থেকে রেহাই পাইনি বিএনপির কোনো নেতাকর্মী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সারকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির নেতা কর্মীদের দমন করতে নিত্য নতুন নির্দেশনা দিচ্ছে।
শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় জানিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে বন্ধুরাষ্ট্রও ব্রিকসে বাংলাদেশের সদস্য পদের বিরোধিতা করেছে বলে জানান ড. মঈন খান।