উত্তরাঞ্চলের পর পানি বাড়ছে মধ্য ও পূর্বাঞ্চলের নদ-নদীর
- আপডেট সময় : ১২:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের পর পানি বাড়ছে মধ্য ও পূর্বাঞ্চলের নদ-নদীর। পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সিলেটে নদ-নদীর পানি বেড়েছে। কাউনিয়া পয়েন্টে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে।
পানি বেড়েছে সোমেশ্বরী নদীতেও। নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। এতে প্লাবন পরিস্থিতির আশঙ্কায় নদী তীরবর্তী মানুষ। রংপুর ও লালমনিরহাটে পানি নেমে গেলেও নষ্ট হয়েছে আমন ফসল ও সবজি ক্ষেত। বারবার পানি ওঠা-নামায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর-রাস্তাঘাট।
এদিকে…ভারী বর্ষণ আর উজান থেকে পাহাড়ি ঢল নেমে ফুঁসে উঠেছে সিরাজগঞ্জে যমুনা। পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। ইতোমধ্যেই তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বসতভিটা, ফসলি জমি। বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে বন্যাকবলিত মানুষ। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়,আজ পর্যন্ত সিরাজগঞ্জ ও কাজিপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ সব এলাকার তিল, আখ, বীজতলা, সবজি বাগানসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ায় দিশেহারা স্থানীয় চাষীরা।