ড. ইউনূসের পক্ষে ১৭৫ বিশ্ব নেতার বিবৃতি; বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ
- আপডেট সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শতাধিক নোবেলজয়ীর বিবৃতি বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশন-দুদক আইনজীবী মো. খুরশিদ আলম খান। তিনি বলেন, বিশ্ব নেতারা বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন।
সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে আইনজীবী খুরশীদ আলম এসব কথা বলেন। বিশ্ব নেতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে খরশিদ আলম খান আরও বলেন, শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করা ঠিক হবে না। এর আগে ড.ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেন ১৭৫ জন বিশ্ব নেতা। সেই চিঠিতে, ড. ইউনূসকে লক্ষ্যবস্তুতে পরিণত করায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ব নেতারা বলেন, এটি তাঁকে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে মনে হচ্ছে।