প্রতিহিংসা নয়, নিখোঁজ সদস্যদের খুঁজে বের করতে আইনী সহায়তা দেয়া হবে : ডক্টর মঈন খান
- আপডেট সময় : ১০:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
প্রতিহিংসা নয়, নিখোঁজ সদস্যদের খুঁজে বের করতে আইনী সহায়তা দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। যে সরকারের শাসনামলে মানুষের জীবনের নিরাপত্তা নেই, তার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর ফ্যাসিবাদ সম্প্রসারণে সরকার বিচার বিভাগকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
গেলো ১৫ বছর ধরে গুমের শিকার দলীয় নেতাকর্মীদের পরিবারের খোঁজ নিতে রাজধানীতে কয়েকটি পরিবারের বাসায় যান, বিএনপির প্রতিনিধি দল। এ সময় দলের পক্ষে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়া হয়। গুমের শিকার স্বজনরা ফিরে আসবে এ প্রত্যাশায় আজও অপেক্ষায় পরিবারগুলো।
বিএপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতি করে না। আইনিভাবেই এসব গুমের বিচার করা হবে। রাজধানীর গ্রীণ রোডে একটি বেসরকারি হাসপাতালে বিএনপির আহত এক নেতাকে দেখতে যান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেখানে মানুষের জীবনে নিরাপত্তাই নেই, সেখানে সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়।
দলের কেন্দ্রীয় কার্যালয়র সংবাদ সম্মেলনে দলের অন্য নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ ছাড়া সবার জন্য দেশের বিচারবিভাগ সম্পূর্ণ পরাধীন।