বাংলাদেশে গুম ব্যক্তিদের বিষয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হিউম্যান রাইটসের বিবৃতি
- আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশকে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করতে বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মূলত নিরাপত্তা বাহিনীর হাতে গুমের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘ প্রস্তাবিত স্বাধীন কমিশনের বিষয়টি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই আহবান জানায় হিউম্যান রাইটস ওয়াচ।
বিবৃতিতে বিভিন্ন সময় নিখোঁজ ব্যক্তিরা কোথায়, কী অবস্থায় আছে–তা তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দেশে ৬শ’ জনকে জোরপূর্বক গুম করা হয়েছে। পরে কিছু লোককে মুক্তি দিয়ে দাবি করা হয়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অনেকেই মারা গেছেন, যদিও এখনও প্রায় ১০০ জন নিখোঁজ। হিউম্যান রাইটসের এশিয়ার সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার বলেন, বাংলাদেশে জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের মুক্তির ব্যাপারে সরকারের জরুরি পদক্ষেপ নেয়া উচিৎ। পাশাপাশি একটি স্বাধীন কমিশন খোলা উচিৎ, যেখানে জাতিসংঘের সাথে এক হয়ে এমন গুমের ঘটনার বিরুদ্ধে কাজ করতে পারবে সরকার।