গুম হওয়া পরিবারের স্বজনদের চোখের জলে বর্তমান সরকার ভেসে যাবে: ড. মঈন খান
- আপডেট সময় : ০৮:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৮০৭ বার পড়া হয়েছে
গুম হওয়া পরিবারের স্বজনদের চোখের জলে বর্তমান সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাজধানীর নয়া পল্টনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এদিকে চট্টগ্রামের কর্মসূচিতে দলের নেতা নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে বিচার বিভাগের ওপর ভর করেছে সরকার।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির কর্মসূচি ছিলো মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলের। কিন্তু তা বাতিল করে ঢাকায় মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দুপুর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মী। সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি সমর্থিত সদস্যদের পরিবার।
বর্তমান সরকারের শাসনামলে গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের ফেরতের দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া সবাই। একইসঙ্গে জড়িতদের বিচারের জোর দাবি তাদের। মানববন্ধনে উপস্থিত বিএনপির সিনিয়র নেতারা বলেন,এই সরকার ক্ষমতায় থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিদায় করতে হবে।
বিএনপি নেতা ড. মঈন খান বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার এই অপরাধ করেছে। গুমখুনের শিকার পরিবারের কাছে সরকারকে জবাব দিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে বলে জানান ড. মঈন খান।
এদিকে, বিকেলে চট্টগ্রামের কাজির দেউরী এলাকায় গুম হওয়া নেতাকর্মীদের স্মরণে মৌন মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, অবৈধভাবে ফের ক্ষমতা দখল করতে গুম, খুন, মামলা, হামলা শেষে সরকার এখন বিচার বিভাগের কাঁধে ভর করেছে।
সট: নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য বিএনপি