ভাল উইকেট দেখে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, মাঠে নামার পরই ভিন্ন আচরণ শুরু করে উইকেট
- আপডেট সময় : ০১:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ভাল উইকেট দেখে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, মাঠে নামার পরই ভিন্ন আচারণ শুরু করে উইকেট। শ্রীলংকার সাথে হারার পর দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে এমন কথাই জানান, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা নাজমুল হাসান শান্ত। সাথে নিজদের ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেন এই টাইগার ব্যাটার।
টস জয়ের পর ব্যাটিং নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, শুকনো উইকেট তাই স্কোরবোর্ডে রান যোগ করতে সুবিধা হবে। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন বদলে যায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট।
বাড়তি টার্ন, ধীর গতি সব মিলিয়ে এমন উইকেট নিয়ে বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে আরও ভালো উইকেট প্রত্যাশা ছিল।
টাইগারদের হয়ে এদিন একাই খেলেছেন শান্ত। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান আসে এই টাইগার ওপেনারের ব্যাট থেকে। অল্পের জন্য পাননি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা। তবে এই নিয়ে কোনো আক্ষেপ নেই তার।
শান্ত ছাড়া এদিন আর কারো ব্যাট হাসেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান ২০। ৪১ বলে এই রান করেন ত্বহীদ হৃদয়। আর ২১ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। তাই শান্তর কণ্ঠেও উঠে আসে দলের ব্যাটিং ব্যার্থতা।
টুর্নামেন্টে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাঁচা-মরার ম্যাচে জেতার জন্যই খেলবেন বলে জানান, নাজমুল হোসেন শান্ত।