কোনভাবেই কমছে না নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০১:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
কোনভাবেই কমছে না নিত্যপণ্যের দাম। ন্যূনতম ৫০-৬০ টাকার কমে মিলছে না কোন সবজি। আবারো বেড়ে চলছে পেঁয়াজের দাম। ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মোটা চাল, ডাল ও আলু কিনতে গুণতে হচ্ছে বাড়তি অর্থ। বর্ষা মৌসুমেও দেশী মাছের পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান ক্ষুব্ধ ক্রেতাদের।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এক-একটি পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে নতুন করে সবজির বাজার চড়া। আলুর কেজি ৪৫ থেকে ৫০ টাকা, লম্বা বেগুন ১১০, গোল বেগুন ১০০ টাকা, ফুলকপি-পেঁপে ৫০ থেকে ৬০ টাকায় উঠেছে। এছাড়া বাজারভেদে পটল, শসা ও করলা বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকা কেজিতে।
গত সপ্তার তুলনায় মরিচ ও রসুনের দাম খানিকটা কমলেও দেশি পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি।
খুচরা পর্যায়ে সব ধরনের মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অপরিবর্তিত চাল-ডাল, আটা-ময়দার দাম।
বাজারে উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে গরু, খাসি ও ব্রয়লার মুরগি। প্রতিকেজি ব্রয়লার ১৯০ টাকা, সোনালী মুরগির কেজি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।
ভরা মৌসুমেও ১২শ’র নিচে নামছে না ইলিশের কেজি। বাজারে দেশী মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা।
বাজারে স্বস্তি ফেরাতে প্রশাসনের ধারাবাহিক নজরদারির দাবি জানান ক্রেতারা।