নানা কর্মসূচিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৫:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং বর্ণাঢ্য রেলিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় চলমান একদফার আন্দোলনকে আরো বেগবান করতে শপথ নেন নেতাকর্মীরা।
রাজশাহীতে মহানগরীর দলীয় কার্যালয়ের সামনের বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে হটাতে লড়াই চালিয়ে যাবে বিএনপি। বিএনপির সামনে হয় শহীদ, নয় তো বীরের বেশে বিজয়ী হওয়া ছাড়া আর কোনো পথ নেই।
সট : মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা
চট্টগ্রামের বিপ্লব উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বকর। এসময় একদফা দাবিতে চলমান আন্দোলন আরো বেগবান করতে নেতাকর্মীদের আহবান জানান তারা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনার মধ্য দিয়ে নাটোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সট: রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক, বিএনপি।
নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এসময় পরিবেশ উত্তপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
ময়মনসিংহে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা। এসময় নেতারা সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের জোর দাবি জানান।
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি।এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিবসহ অনেকেই।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার, ফেস্টুন ,প্লে-কার্ড নিয়ে বরিশাল জেলা ও দক্ষিণ জেলা বিএনপি বর্ণাঢ্য রেলী বের করে। প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। এর আগে দলীয় কার্যলয়ে আলোচনা সভা হয়।
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে জেলা শহরের পৌর সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি।
ঝিনাইদহে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে রেলি বের করা হয়।
দিনাজপুরের বিরলে দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নওগাঁতেও পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। বের করা হয় রেলী। নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক আবুবক্কর সিদ্দিক। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
পটুয়াখালীতে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এছাড়াও মাদারীপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এসএটিভি নিউজডেস্ক।