সরকার অন্যায়ভাবে দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে আটকে রেখেছিল: জামায়াতে ইসলামীর নেতারা

- আপডেট সময় : ০৯:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ২০২৪ বার পড়া হয়েছে
মৃত্যুর আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী- মানুষ ও ইসলামের জন্য কাজ করেছেন। সরকার অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রেখেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা অভিযোগ করেন, আল্লামা সঈদীর মৃত্যু স্বাভাবিক ছিলো না। সকালে ভার্চুয়াল ফেইসবুক লাইভে জামায়াত নেতারা এসব কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধে দীর্ঘদিন কারাগার থাকার পর আকস্মিকভাবে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন ইসলামী চিন্তাবিদ ও জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। শুক্রবার সকালে আল্লামা সাঈদীর জীবন ও কর্ম নিয়ে গণসম্মেলনও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল। ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। তারা আল্লামা সাঈদীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি বলে দাবি করেন। চিকিৎসকদের কোনো গাফিলতি আছে কিনা-তা খতিয়ে দেখার দাবি জানান তারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে অভিযোগ করেন, সরকার বিচারের নামে অন্যায় ভাবে তাকে কারাগারে আটকে রেখেছিল। আর ভারপ্রাপ্ত আমীর বলেন, আমৃত্যু মানুষও ইসলামের জন্য কাজ করেছেন আল্লামা সাঈদী। আলোচনার ফাকে ইসলামী গজল পরিবেশন এবং শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।