আ’লীগ কারো রক্তচক্ষুকে ভয় পায় না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ কারো রক্তচক্ষুকে ভয় পায় না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো আন্দোলন-সংগ্রাম ও নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই। আগারগাঁওয়ে দলের সুধী সমাবেশে শেখ হাসিনা বলেন, ১৪ বছরের স্থিতিশীল গণতন্ত্র দেশের উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করেছে। তিনি বলেন, ক্ষমতায় থেকে অন্যরা লুটের রাজনীতি করলেও আওয়ামী লীগ দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রকল্প সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন দিক নিয়ে অবহিত করেন প্রকল্প কর্তৃপক্ষ।
এরপরে টোল দিয়ে প্রথম যাত্রী হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগারগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে শেখ হাসিনার গাড়ী বহর।
আগারগাঁওয়ের সুধী সমাজে শেখ হাসিনা বলেন, দেশের প্রথম দ্রুততম উড়াল সড়ক চালুহলে রাজধানীতে কমে আসবে যানজট। ক্ষমতায় বসে সড়ক, রেল, বিমান ও নৌপথের ব্যাপক উন্নয়ন করেছে ক্ষমতাসীন লিগ সরকার, বলেন প্রধানমন্ত্রী।
ক্ষমতায় থেকে বিএনপি কেবল লুটপাটে ব্যস্ত ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লিগ দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করে।
আগামী নির্বাচনে কোন অপশক্তিকে ভয় না পাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ কথা দিলে তা বাস্তবায়ন করে বলেও জানান শেখ হাসিনা।