দ্বিতীয় বার ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়ছে
- আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০৩ বার পড়া হয়েছে
দ্বিতীয় বার ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুঝুঁকি বাড়ছে। চিকিৎসকরা বলছেন, প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। ফলে আক্রান্ত ব্যক্তি শক সিন্ড্রোমের মুখোমুখি হয়। যা রোগীকে মারাত্মক পরিস্থিতির দিকে ঠেলে দেয়। তাই, আগে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এরপর লক্ষ্মণ দেখা দিলেই অবহেলা না করে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। এদিকে, হাসপাতালের ভর্তি রোগীরা মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন। মুগদা হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রিফাত শিশির। ক্যামেরা ছিলেন এস এম কবীর।
নানা উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। নারী-শিশু ও বৃদ্ধ সকলেই কাবু হচ্ছেন বিষাক্ত এ মশার কামড়ে।
সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ না থাকায় মশা কমছে না এমন অভিযোগ করেন অনেকেই
প্রথমবার আক্রান্তের পর দ্বিতীয় বার আক্রান্তে ঝুঁকি আরো বাড়ে তাই লক্ষ্মণ দেখা দিলে দেরী না করে চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক।
ভাইরাসের চারটি ভ্যারিয়েন্ট থাকায় রোগীদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে। অবহেলা করলেই রোগীর দ্রুতই মাল্টিঅরগান ফেইল ও শকে চলে যাওয়ার আশংকা বাড়ে।
আক্রান্তমুক্ত থাকতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তিনি।