প্রকৌশলী সদরুলকে নৃশংসভাবে খুন করে পেশাদার চোর চক্র
- আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
প্রকৌশলী সদরুলকে নৃশংসভাবে খুন করে পেশাদার চোর চক্র। গত ১৩ জুলাই অভিনব কায়দায় উপকারী সেজে চুরি করতে এসে বাসার মালিক সদরুলের হাতে ধরা পড়ে গেলে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। তথ্যপ্রযুক্তি ও আশপাশের সিসিটিভি পর্যালোচনা শেষে কেরানীগঞ্জের আরশিনগর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার জানান, দিনে সারা এলাকায় ঘুরে ঘুরে খোঁজখবর নিয়ে রাতে খালি বাসা-বাড়িতে চুরি করে চক্রটি।
পুলিশের হাতে গ্রেফতারের পর এভাবে প্রকৌশলী সদরুল আলমকে হত্যার দায় স্বীকার করে আসামী আল আমিন।
পুলিশ জানায়, ১৩ জুলাই ছাদে পাওয়া মানিব্যাগে সদরুলের ড্রাইভিং লাইসেন্স পেয়ে তা দিতে দরজা নক করে বাড়ির মালিক। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশ এসে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে, রহস্য উদঘাটনে নামে পুলিশ।
বাসার একটি ভেন্টিলেশনের সূত্রধরে, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জের আরশিনগর এলাকা থেকে আল আমিন নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়।তার তথ্যে শুভ ও রিমন নামে আরো দুজনকে গ্রেফতারের তথ্য সংবাদ সম্মেলনে জানান ঢাকা জেলা পুলিশ সুপার।
রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে মাদক ও চুরির মামলা রয়েছে বলে জানান তিনি।
নগরবাসীর জান ও মালের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন আসাদুজ্জামান।