দিনাজপুরে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের ওষুধের দাম
- আপডেট সময় : ০৩:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর দিনাজপুরে গোপনে বেড়েছে সব ধরনের ওষুধের দাম। এই দর অস্বাভাবিক। যে ওষুধ আগে পাওয়া যেত দুইশত টাকায় তা এখন কিনতে হচ্ছে ২৭০ টাকায়। ওষুধ কিনতে গিয়ে ক্রেতাদের যাচ্ছে তাই অবস্থা। বাজার মনিটরের দাবি তাদের।
দিনাজপুর শহরের স্বনামধন্য একটি ডায়াগনস্টিক সেন্টার এর দৃশ্য এটি। এমন বাস্তবতা বলে দেয় কতটুকু অস্বস্তিতে মানুষ। এ জেলায় ঔষধের মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি এখন। ২০০ টাকার ঔষধ কিনতে হচ্ছে ২৭০ টাকায়। প্রতি পিস অ্যান্টিবায়োটিকের দাম বেড়েছে ৫ থেকে দশ টাকা।
ঔষধের অস্বাভাবিক দাম ঠেকাতে বাজার মনিটরিংয়ের দাবি সবার।
এদিকে বিক্রেতারা জানালেন, সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন কোম্পানিগুলো তাদের পণ্যের দর বাড়িয়েছে।
এদিকে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হয়। কোনো ব্যত্যয় চোখে পড়লে বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে ঔষধ প্রশাসন।
জেলায় অনুমোদিত অ্যালোপ্যাথিক ওষুধের দোকানের সংখ্যা ৪ হাজার ৪৪২টি, হোমিওপ্যাথি ৪ হাজার ৪০১ টি, ইউনানি ৭১ টি এবং আয়ুর্বেদিক ওষুধের দোকান রয়েছে ১৯ টি।