দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
- আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ জনগণকে ভয় দেখিয়ে আবার ক্ষমতায় আসতে চায়। সে কারণেই বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে সরকার। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে গণসংহতি আন্দোলনের আলোচনায় এ অভিযোগ করেন তিনি। শান্তিপূর্ণ আন্দোলনের সরকারের এই আচরণ রুখে দেবে জনগণ জানিয়ে মির্জা ফখরুল দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনায় কর্তৃত্ববাদী শাসনে অবসান ঘটিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের কথা বলেন সমমনা দলের বক্তারা।
২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টাস ইউনিটেতে আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা।
আলোচনা অংশ নিয়ে বক্তারা সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করে কর্তৃত্ববাদী শাসনে অবসান ঘটিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের কথা বলেন।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। তাই দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এর আগে রাজধানীর তেজগাঁওয়ের একটি হাসেতালে কুমিল্লায় নির্যাতনের শিকার দলের চিকিৎসাধীন কয়েকজন কর্মীকে দেখতে যান তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী নেতাকর্মীদের নির্যাতন থেকে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও রেহাই পায় না।