অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল মাইন্ড ফেইজ ২’
- আপডেট সময় : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
জেসিআই ঢাকা স্পার্ক্স ও সি এম আই এস (কানাডিয়ান ম্যাপেল ইন্টারন্যাশনাল) এর যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাস্তবায়িত হলো প্রজেক্ট ‘বিউটিফুল মাইন্ড ফেইজ-২’।
এই প্রজেক্টির উদ্দেশ্য শিশুদের ‘শেখার অক্ষমতা’ বিষয়ে শিক্ষক ও অভিবাবকদের মধ্যে সচেতনা গড়ে তোলা। বিগত বছর একই স্কুলে জে সি আই ঢাকা স্পার্ক্স, শিক্ষকদের জন্য একটি ট্রেনিং এর আয়োজন করে । এ বছর সেই ট্রেনিংয়ের প্রতিক্রিয়া ও প্রতিফলন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নেতৃত্ব দেন মনোবিজ্ঞানী মার্জানা চৌধুরী।
২৫ জন শিক্ষক-শিক্ষিকার মতামত ও অভিজ্ঞতার আলোকে নানা বিষয়ে আলোচনা হয়, যা ভবিষ্যতে ‘শেখার অক্ষমতা’ সংক্রান্ত বিষয়ে সাহায্য করবে । এ সময় জে সি আই ঢাকা স্পার্ক্স থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট সি ও সি সুমাইয়া মাহমুদ স্বর্না কো সি ও সি আসহাবুস সাফা ও অন্যান্য সদস্য। কানাডিয়ান ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হুমায়রা সালমিন, উপাধক্ষ আরমিন হোসেন ও অধ্যয়ন বিষয়ক প্রধান ফারাহ রেজওয়ান।