শুভ জন্মাষ্টমী আজ
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৪১ বার পড়া হয়েছে
আজ শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য এ দিন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে দিনটি উদযাপন করছেন কৃষ্ণ ভক্তরা।
চণ্ডীপাঠ, গীতাযঞ্জ ও মহানাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভক্তকুল ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের আবাহনে মত্ত।
চন্দন, ঘৃ, দই ও মধু মিলিয়ে মোট ১০৮টি উপচারে আহুতি দেয়া যজ্ঞের আগুনে। অগ্নিযোগ্য, সমাবেত প্রাথনা, ধর্মীয় সংগীত ও প্রসাদ বিতরণের শেষ হয় প্রথম প্রহর।
দুষ্টের দমনের মধ্যে দিয়ে সত্য, ন্যায় ও প্রেম প্রতিষ্ঠার লক্ষ্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে বারবার আর্বিভূত হয়েছে বলেই ভগবানের আসনে অধিষ্ঠিত, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।
অধর্ম ও দূর্জনকে বিনাশ করে শ্রীকৃষ্ণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, এবার তাই ভক্তদের চাওয়া বাসযোগ্য হয়ে উঠুক আগামী পৃথিবী।
সব সংকট কাটিয়ে সম্প্রতির বন্ধন সৃষ্টি আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সাথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রার্থনাও ছিলো সমাবেত কন্ঠে।
প্রায় ৫ হাজার বছর আগে ভাদ্র মাসে কৃষ্ণাপক্ষের অষ্টমী তিথিতে জন্ম গ্রহণ করেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণষ্ঠমী, গোকুলাষ্ঠমী, অষ্টম রোহিনী ও শ্রী জয়ন্তী ইত্যাদি নামে পরিচিত।