বিচার বিভাগ যে সরকারের আজ্ঞাবহ তার প্রমাণ মিলেছে : মান্না
- আপডেট সময় : ০৯:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ড. ইউনুস ও বিএনপির শীর্ষ নেতাদের সাজা দিয়ে বিচার বিভাগ যে সরকারের আজ্ঞাবহ তার প্রমাণ মিলেছে, এমন দাবি করেছেন মাহমুদুর রহমান মান্না। বলেন,এমন সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ছাত্রসমাজ। আর জোনায়েদ সাকি বলেন, একরাতে যে দল নিজেদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেয়ার কথা বলে, এতে প্রমাণিত হয় তাদের পায়ের নিচে মাটি নেই। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এমন মন্তব্য করেন।
রাজধানীর পুরান পল্টনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ভাসানী ছাত্র পরিষদ। সভায় বক্তারা বলেন, সংবিধান পরিবর্তন করে দেশের সকল ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে। সেই অনিয়মেই চলছে দেশের শাসন ব্যবস্থা।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলে কাজ করছে। এতেই বোঝা যায়, কোন বিষয়েই সরকারের আপস করার কোন আগ্রহ নেই রাজনৈতিক দল গুলোর মধ্যে মতের মিল না থাকায় ঐক্যবদ্ধ আন্দোলন সফলতার মুখ দেখছে না আলোচনায় এমন দাবি করেন মাহমুদুর রহমান মান্না। বলেন, সরকারর পতন আন্দোলনে সমমনা দলগুলোকে একত্র করা হয়েছে। গতিশীল আন্দোলনের জন্য তরুণদের মাঠের নামার আহবান জানান মাহমুদুর রহমান মান্না।