টাঙ্গাইলে ৮৭ টাকার স্যালাইন অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছে ৩’শ থেকে ৪’শ টাকা
- আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে তরল স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। ৮৭ টাকা মূল্যের স্যালাইন স্থান ভেদে সাড়ে ৩’শ থেকে ৪’শ টাকা দরে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। দ্রুত এই পরিস্থিতির সমাধান চেয়েছেন তারা। এদিকে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
হাসপাতালে কাতরাচ্ছেন মুমূর্ষু রোগী। স্বজনরা ছুটছেন স্যালাইন আনতে। এ সময় কারো দরদাম করার থাকে না সুযোগ। বিক্রেতার নির্ধারিত দামে কিনতে হয় ক্রেতাকে।
মেডিকেল কলেজটি পূর্ণাঙ্গভাবে চালু না হলেও গত এক বছর ধরে মেডিসিন ওয়ার্ড চালু করেছেন কর্তৃপক্ষ। ফলে জেলার মানুষ অন্যান্য সময়ের চাইতে বর্তমানে কিছুটা সেবা বেশি পাচ্ছে। অন্যদিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাটিও জেলায় চিকিৎসাসেবায় অন্যতম ভূমিকা পালন করছে।
কিন্তু দালাল আর ঔষধ ব্যবসায়ীদের দৌরাত্ম্যে প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনরা। এর প্রতিবাদ করলেই দূরদূরান্ত থেকে আসা রোগীদের হুমকি এবং শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে ঔষধ ব্যবসায়ীরা স্যালাইন বেশি দামে বিক্রির কথা স্বীকার করে জানান, চাহিদা অনুযায়ী স্যালাইন সরবরাহ নেই। তাই বেশি দরে ক্রয় বেশি দরে বিক্রি করছে তারা।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এর পরিচালক জানান সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধিতে স্যালাইনের চাহিদা বৃদ্ধির কারণে সব রোগীকে হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে রোগীরা বাহিরের দোকান থেকে স্যালাইন কিনছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমুদিনী হাসপাতালে প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ স্বাস্থ্য সেবা নেয়।