ভাওয়াইয়া সংগীত উৎসবে আঞ্চলিক শিল্পীদের মিলনমেলায় পরিণত রংপুর
- আপডেট সময় : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮১০ বার পড়া হয়েছে
অস্তিত্ব সংকটে থাকা ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান রক্ষায় রংপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভাওয়াইয়া সংগীত উৎসব। উৎসবের প্রথমদিনে শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় রংপুর শিল্পকলা একাডেমি।
রংপুরের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান এক সময় মুখর করে রাখত গ্রামবাংলার জনপদ।
প্রতিনিয়ত অস্তিত্ব সংকটে থাকা ভাওয়াইয়ার সুর নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে রংপুরে শুরু হয়েছে ভাওয়াইয়া সংগীত উৎসব।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগীয় প্রশাসনের এমন উদ্যোগে উৎসবের প্রথমদিনেই আঞ্চলিক শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়ে ওঠে রংপুর শিল্পকলা মিলনায়তন।
তবে আধুনিক প্রযুক্তি এবং পাশ্চাত্য সংস্কৃতির ভিড়ে অস্তিত্ব সংকটে পড়া উত্তরের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংস্কৃতি বাঁচিয়ে রাখার দাবি ছিল শিল্পীদের মুখে মুখে।
দেশীয় সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের মেল বন্ধন ঘটাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। নিয়মিত এমন আয়োজনের পাশাপাশি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার কথা বলছেন বিশ্লেষকরা।
প্রথমদিনে রংপুর বিভাগের আট জেলা থেকে আগত শিল্পীরা ভাওয়াইয়া পরিবেশন করেন। তিন দিনব্যাপী এই উৎসব চলবে রোববার পর্যন্ত।