বাইডেনের সাথে শেখ হাসিনার ছবি দেখে বিএনপির পশ্চাৎ যাত্রা শুরু : কাদের
- আপডেট সময় : ১০:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
জি-টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জো-বাইডেনের ছবি দেখে বিএনপির পশ্চাৎ যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির বিরুদ্ধে ফাইনাল খেলতে নেতাকর্মীদের নির্বাচন পর্যন্ত প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের ওপর ভর করছে। রাজধানীতে আওয়ামী লীগের পৃথক শান্তি সমাবেশে এসব কথা বলেন তারা।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ-বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ষড়যন্ত্রের কালো মেঘ কাটিয়ে আওয়ামী লীগ আবারো দেশের উন্নয়নের হাল ধরবে বলে জানান নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সাথে জো-বাইডেনের ছবি দেখে বিএনপি হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছে।
ঢাকায় বিদেশি বন্ধুদের আগমন আওয়ামী লীগের জন্য সবুজ সংকেত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজধানীর মোহাম্মদপুরে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তথ্যমন্ত্রী জানান, কোমর-ভাঙা বিএনপির আন্দোলনের দম ফুরিয়ে গেছে।
বিএনপি ও তাদের দোসররা যাতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সেজন্য কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।