১৪ দিনের জেল হেফাজতে চন্দ্রবাবু
- আপডেট সময় : ০৩:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রীকে শনিবার গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার তেলুগু দেশম পার্টি বনধের ডাক দিয়েছে।
অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারি মামলায় শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুকে। রীতিমতো ফিল্মি কায়দায় গ্রেপ্তার করা হয় তাকে। দলীয় কর্মসূচিতে নান্দিয়ালে গেছিলেন চন্দ্রবাবু। জনসভায় বক্তৃতা করে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। মাঝরাত্তিরে সেই ভ্যানিটি ভ্যানে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা অফিসারেরা। সেখআন থেকে চন্দ্রবাবুকে তুলে এনে গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার তাকে আদালতে হাজির করা হয়।
চন্দ্রবাবুর বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা জামিনযোগ্য নয়। ফলে আদালতে চন্দ্রবাবুর আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। শুনানির পর তার জেল হেফাজতের নির্দেশ হয়। সোমবার ভোরে রাজামুন্দ্রি কেন্দ্রীয় কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়। আগামী ১৪ দিন এখানেই থাকতে হবে তাকে। যদি না উচ্চতর আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়।
এদিকে চন্দ্রবাবুকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার তেলুগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশ বনধের ডাক দিয়েছএ। আরো দুই-একটি দল এই বনধের সমর্থন জানিয়েছে। তেলুগু দেশমের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে চন্দ্রবাবুকে। বস্তুত, এর জন্য শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগও তোলা হয়েছে। ওয়াইএসআর কংগ্রেসের মুখপাত্র অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
আগামী বছর জাতীয় নির্বাচন ভারতে। সেই একই সময়ে অন্ধ্রপ্রদেশের নির্বাচন। তার আগে চন্দ্রবাবুকে গ্রেপ্তার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে ওয়াইএসআর কংগ্রেস, এই অভিযোগ উঠছে। চন্দ্রবাবু আবার বিজেপি বিরোধী জোটে অংশ নিয়েছেন। ওয়াইএসআর কংগ্রেস সেই জোটে নেই।
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ