ঘুষ আর তদবির ছাড়াই নীলফামারীতে চাকরি পেলেন ৬০ জন
- আপডেট সময় : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
নিয়মটাই যেন অনিয়ম। নিজ মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ার নিয়মটি ঘুষের কারণে অনিয়মে দাঁড়িয়েছে। ঘুষ বা তদবীর করেই চাকরি পাওয়া নিয়মে পরিণত হয়েছে। এখন যোগ্যতায় চাকরি পাওয়া যেন বিস্ময়কর এক ব্যাপার। তার ব্যত্যয় ঘটেছে নীলফামারী জেলার ৬০টি ইউনিয়নে। পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৬০ জন মেধাবী ও যোগ্য প্রার্থী ঘুষ ছাড়া পেয়েছেন সরকারি চাকরি। নীলফামারী জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্বাচিতরা।
জেলার ৬০টি ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করা হয় ২০১৭ সালে। মামলার জটিলতায় এতদিন বন্ধ ছিলো নিয়োগ কার্যক্রম। ২৫ আগস্ট নেয়া হয় ওই পদের লিখিত পরীক্ষা দেন দুই হাজার ২১০ জন। সব শেষে ৬০ জনকে চূড়ান্ত করে দেয়া হয় নিয়োগপত্র। ১১৮ জনকে এক বছরের জন্য রয়েছেন অপেক্ষামান তালিকায়।
জেলা শহরের নিম্নবিত্ত পরিবারের ছেলে মো. মোর্শেদুল হক। শেষ বয়সে বিনা ঘুষ আর তদবীর ছাড়াই নিজ মেধা আর যোগ্যতায় সরকারি চাকরি পাওয়ায় অনেক খুশী তিনি ও তার পরিবার। আনন্দিত বাকীরাও। সততা, সদিচ্ছা আর সাহসিকতাকে প্রাধান্য দিয়ে র্দীঘ পরিকল্পনা আর টীম ওর্য়াকের সকল শতভাগ স্বচ্ছতায় এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সরকারের প্রত্যেকটি সেক্টরেই যোগ্যতা সম্পন্ন মেধাবীদের বেছে নেয়া হয়েছে বলে জানান নিয়োগ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। নীলফামারী জেলা প্রশাসনের মতো এমন উদ্যোগ সারাদেশে নেয়া হলে দেশ-জাতি উপকৃত হবে বলে মনে করেন জেলার বিশিষ্টজনেরা।