কোটি কোটি টাকা পানিতে ফেলায় নিয়ন্ত্রণে আসছে না বগুড়ায় যমুনা নদী
- আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
প্রতিবছর কোটি কোটি টাকা পানিতে ফেলায় নিয়ন্ত্রণে আসছে না বগুড়ায় যমুনা নদী। একের পর এক ভাঙছে জনপদ, ঘরবাড়ি, ফসলি জমি। নিঃস্ব হচ্ছে হাজার হাজার মানুষ। এখনো চরম ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদীভাঙ্গন রোধে স্থায়ী উদ্যোগ চান ভিটেমাটি হারা ক্ষতিগ্রস্তরা।
প্রজন্মের পর প্রজন্ম নিঃস্ব হচ্ছে নদী ভাঙ্গনে। এটাই যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বগুড়ার সোনাতলা সারিয়াকান্দি হয়ে ধুনট পর্যন্ত যমুনা নদীর বাঁধ প্রায় ৪৫ কিলোমিটার। ২০১৫ সালে যমুনা নদীর ডানতীর সংরক্ষণ প্রকল্পে ৩০২ কোটি টাকা এবং ২০১৯ সালে করণিবাড়ী বাঁধ রক্ষায় ৩১০ কোটি টাকা ব্যয় করা হয়। এছাড়াও প্রতিবছরই কোটি কোটি টাকার বালির বস্তা ফেলা হচ্ছে যমুনায়।
তবুও নিয়ন্ত্রণে নেই যমুনা। সারিয়াকান্দির কামালপুর ইছামারা, হাসনাপাড়া, ধুনট, মানিকদাইরসহ বাঁধের অন্তত চার কিলোমিটার এখন চরম হুমকির মুখে। কোথাও দেখা দিয়েছে ফাটল, কোথাও নেমেছে ধস। আবার কাজের গতি ও মান নিয়েও অসন্তুষ্ট এলাকার মানুষ।
যমুনার স্থায়ী ভাঙ্গন রোধে ৮২৪ কোটি টাকার নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নদী ভাঙ্গন রোধে স্থায়ী উদ্যোগের পাশাপাশি পুনর্বাসনও চান ক্ষতিগ্রস্তরা।