আদালতকে রাজনীতির সঙ্গে না জড়ানোর আহ্বান নতুন প্রধান বিচারপতির
- আপডেট সময় : ০২:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
আদালতকে রাজনীতির সঙ্গে না জড়ানোর জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দায়িত্বভার গ্রহণের পর সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি।
জনগণকে ন্যায়বিচার দিতে কাজ করার কথা জানিয়ে নতুন প্রধান বিচারপতি বলেন, সামাজিক পরিবর্তন না আসলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না। তিনি বলেন, বিচার বিভাগের ওপর আস্থার যে কমতি হয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়, এ বিভাগের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারাও এ পরিস্থিতি জন্য দায়ী। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে-এটি থেকে মুক্ত করা বড় চ্যালেঞ্জ। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরমধ্য দিয়ে তিনি বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান।