নির্বাচনকে সামনে রেখে প্রগতিশীল ইসলামী জোটের আত্মপ্রকাশ
- আপডেট সময় : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৫২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে প্রগতিশীল ইসলামী জোট। সকালে জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে জোটটি। নতুন এই জোটের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি জানান আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত তারা ।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রগতিশীল, ইসলামি ও সমমনা রাজনৈতিক দলগুলোর জোট প্রগতিশীল ইসলামী জোট।
সাবেক সংসদ সদস্য, ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের নেতৃত্বে ১৫ টি রাজনৈতিক দলের সমন্বয়ে এই জোট গঠিত হয়েছে। শরিক দলগুলোর চেয়ারম্যানরা জোটের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
জোটের চেয়ারম্যান জানান সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেবে নতুন এ জোট। তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করার ঘোষণা দেন তারা। দেশী বিদেশী ষড়যন্ত্র রুখে দিতেও তারা প্রস্তুত বলেও জানান এম এ আউয়াল।