অধিকার সম্পাদক আদিলুরের বিরুদ্ধে মামলার রায় আজ
- আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান বিরুদ্ধে মামলার রায় আজ। অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে করা মামলার রায়ের আদেশ দেবেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অপর আসামী সংস্থার পরিচালক এ এস এম নাসির উদ্দিন। মামলার উভয় আসামিই জামিনে রয়েছেন। এ অপরাধের জন্য ৫৭-র দুই ধারায় সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় এটাই দেশের প্রথম মামলা। অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে করা মামলার রায় দেয়ার কথা ছিলো একসপ্তাহ আগে ৭ সেপ্টেম্বর। সেদিন আদালত পাড়ায় রায় পর্যবেক্ষণে যান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপীন ইউনিয়নসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। টানা ১০ বছর আইনি লড়াই শেষে রায় দেয়া হচ্ছে আজ। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে এই মামলা হয়।